কলাপাড়ায় প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও সুবিধাভোগীদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) কলাপাড়া কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগিদের মাঝে ঋণ ও নাগরিক কার্ড বিতরণ করেন মোস্তফা কামাল অতিরিক্ত সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। উল্লেখ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে সুদ মুক্ত ঋণ ও নাগরিক কার্ড বিতরণ করা হয়।