চুল, দাঁড়ি পেকে গিয়েছে, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বলেন। চুল, দাঁড়ি পেকে গিয়েছে। তার পরে অনেকে বলে, আমরা নাকী ছোট এবং আমাদের নেতৃত্ব দেয়ার বয়স হয়নি! কিন্তু, আমাদের একই বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং আমাদের বিদেশী বন্ধু, বান্ধব ইতিমধ্যে ৩-৪ বার এমপি, মন্ত্রী নির্বাচিত হয়েছে এবং গ্লোবাল পলিটিক্স কে নেতৃত্বে দিচ্ছে।
সুতারাং, বয়সের কথা বলে আমাদের কে নেতৃত্ব থেকে দূরে রাখা ছাড়া আর কিছুই না এবং আমাদের হক থেকে বঞ্চিত করা এবং মেধা, পরিশ্রমকে অবমূল্যায়ন করা।
বাংলাদেশের দুই- তৃতীয়াংশ ভোটারের বয়স ১৮-৩০. সুতারাং, সময়ের দাবী আগামী বিএনপির জাতীয় নির্বাহী কমিটি হোক তারুন্য নির্ভর।