ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটির শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন।

Share On

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটির শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন। ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলের অন্যতম প্রবীণ নেতা এবিএম মোশারফ হোসেন

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা শহীদ জিয়ার আদর্শে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই।” তাঁরা উল্লেখ করেন, কলাপাড়ার জাতীয়তাবাদী পরিবার ঢাকায় থেকেও দলের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বেগবান হবে।

এ সময় নতুন কমিটির সভাপতি গাজী মোঃ জাবেদ, সিনিয়র সভাপতি কে এম শাহজুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক সোয়েব মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাজারে দোয়া মাহফিলে অংশ নেন এবং শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

এবিএম মোশারফ হোসেন বলেন, “নতুন নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে। সংগঠনকে ঢাকায় এবং মাঠপর্যায়ে আরও শক্তিশালী করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ এবং জাতীয়তাবাদী দলীয় শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজ ডেস্ক, সেন্ট্রাল বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *