বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী মানসিকতার ধারক ও ইসলামের পৃষ্ঠপোষক এক রাজনৈতিক শক্তি। বাংলাদেশের রাজনীতিতে অনেক দল এসেছে, কেউ সরাসরি ইসলামী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কেউ আবার ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে থেকেছে। ধর্মের নামে ব্যবসা করেছে, ধর্ম কে বিক্রি করেছে কিংবা ধর্ম কে ব্যবহার করে রাজনীতি করে।
ইসলামিক দল নয়, কিন্তু ইসলামী মনের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি বিশ্বাস করে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা একে রাজনীতির নামে ব্যবহারের বস্তু বানানো উচিৎ নয় কিন্তু এটাও সত্য, বাংলাদেশে এমন আর কোনো বৃহৎ রাজনৈতিক শক্তি নেই, যারা ইসলামের প্রতি এতটা সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল এবং নিবেদিত থেকেছে যতটা বিএনপি ছিল, আছে এবং থাকবে।
“ইসলাম বিক্রির হাতিয়ার নয়, ইসলাম হচ্ছে আত্মার রাহবার।” এ নীতিতে বিশ্বাস রেখে বিএনপি ইসলামের পবিত্রতাকে রক্ষা করেছে, রাজনীতির নামে কলুষিত করেনি।
আল্লাহর সামনে মাথা নত করে পথ চলে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির শাসনামলে মসজিদের মাইক বন্ধ হয়নি, আলেমদের কণ্ঠরোধ হয়নি, তাবলীগ-জামায়াতের পথ আটকে রাখা হয়নি। বরং ইসলামকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা যা ইসলাম চায়, তা-ই বাস্তবায়ন করতে দেওয়া হয়েছে।
মুসলমানরা বিএনপিকে ভালোবাসে কেন, বিএনপির আদর্শের শেকড় রয়েছে ইসলামী মূল্যবোধে। মুসলিম পরিবার, সংস্কৃতি, মাদ্রাসা ও আলেম সমাজের প্রতি এই দলের সম্মান রয়েছে।
এই কারণেই দেশের মুসলমানরা বিএনপির পাশে দাঁড়ায়। তারা জানে ইসলাম এখানে বিক্রি হয় না, অপব্যবহার হয় না বরং ইসলাম আদর্শ হিসেবে পূর্ণ মর্যাদায় বাঁচে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যারা ইসলামী অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, অথচ ধর্মকে রাজনৈতিক ব্যবসার পণ্য বানায় না। তারা বিশ্বাস করে, ইসলাম এমন একটি পথ যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অন্যের অধিকার রক্ষা করে।
বিএনপি সেই পথেই হাঁটে মাথা উঁচু করে নয় বরং সেজদার ভঙ্গিতে, আল্লাহর সন্তুষ্টির আশায়। ইসলাম-প্রেমী হৃদয়ের নাম বিএনপি।
কলাপাড়া উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন এই বিষয় সাংবাদিকদেরকে তাদের মত প্রকাশ করেন।