পটুয়াখালী জেলা বিএনপির আকাশে নতুন সূর্যোদয়, নবনির্বাচিত
সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি মামাকে জানাই হৃদয়ভরা শুভেচ্ছা ও
অভিনন্দন। এই বিজয় শুধু একটি নামের নয়, এই বিজয় প্রত্যেকটি ত্যাগী নেতাকর্মীর যারা দিনের পর দিন রাজপথে থেকেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নে।
বিজয় হয়েছে
গণতন্ত্রের, বিজয় হয়েছে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের। বিজয় হয়েছে আমাদের প্রিয় নেতা, আপামর জনতার বিশ্বাসের প্রতীক স্নেহাংশু সরকার কুট্টি মামার। বিজয় হয়েছে দলের দুর্দিনে সাহসী নেতৃত্বদানকারী কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মোশারফ ভাইয়ের।
পটুয়াখালী জেলা বিএনপির
সম্মেলন এ যেন গণতন্ত্রের এক অনন্য বিজয়যাত্রা! এই সম্মেলন আমাদের ঐক্যের প্রতীক, এই
বিজয় আমাদের সাহসের চাবিকাঠি। চলুন, সবাই মিলে এগিয়ে যাই গণতন্ত্রের সূর্যকে ছুঁতে, সত্য ও ন্যায়ের পথকে শক্ত করে ধরতে।
বিএনপি বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি রুখে দাড়াও তবেই তুমি,
বাংলাদেশ।