বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করিবেন গাজী মমতাজ & দুলাল’স্ ফাউন্ডেশন।
গাজী মমতাজ & দুলাল’স্ ফাউন্ডেশনের উদ্যোগে ধানখালী ইউনিয়নের সকল মসজিদের ইমাম, সোনাগাজী জামে মসজিদ ও আশরাফিয়া জামে মসজিদের নিয়মিত মুসল্লি (প্রতি মাসে অন্তত ১৩০ ওয়াক্ত নামাজ আদায়কারী), ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন (আর্থিক সঙ্কট), ঘনিষ্ঠজন (আর্থিক সঙ্কট) এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিবর্গকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
প্রতিমাসে শেষ শনিবার, একজন অভিজ্ঞ নার্সের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। এই পরীক্ষার রিপোর্ট ইংল্যান্ডের অভিজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবে। এছাড়াও, বছরে একবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইংল্যান্ডের চিকিৎসকের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। ঢাকা থেকে আগত একজন চিকিৎসকের সাথে সরাসরি পরামর্শের ব্যবস্থাও থাকবে।
বর্তমানে যে টেস্টগুলো করা হবে:
১. ব্লাড প্রেসার
২. ডায়াবেটিস
৩. তাপমাত্রা
৪. উচ্চতা
৫. ওজন
৬. অক্সিজেনের মাত্রা
৭. কোলেস্টেরল
৮. প্রয়োজনীয় পরামর্শ
চিকিৎসার সময় ও স্থান:
স্থান: ধানখালী গাজী বাড়ি
তারিখ: ৩০-১১-২০২৪
দিন: শনিবার
সময়: সকাল ০৯:০০
রেজিস্ট্রেশন: আপনার নাম নিবন্ধনের জন্য বা বিস্তারিত জানতে ইমাম আব্দুর রহমানের সাথে যোগাযোগ করুন: 01603342927।
দয়া করে মনে রাখবেন, রেজিস্ট্রেশন ছাড়া কাউকে সেবা প্রদান করা হবে না।