দীর্ঘমেয়াদে প্রতিপক্ষের জন্য অনিচ্ছাকৃতভাবে “মার্কেটিং” হয়ে যেতে পারে

Share On

প্রিয় সহযোদ্ধাবৃন্দ,

আসসালামু আলাইকুম। আপনাদের সকলের নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

একটি গুরুত্বপূর্ণ বিষয় বিনয়ের সাথে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেক সময় আবেগের বশে কিছু প্রচার বা পোস্ট করি, যা তাৎক্ষণিকভাবে আমাদের অবস্থান তুলে ধরলেও, দীর্ঘমেয়াদে প্রতিপক্ষের জন্য অনিচ্ছাকৃতভাবে “মার্কেটিং” হয়ে যেতে পারে।

যেমন, কাউকে “পল্টিবাজ” বলে ব্যঙ্গ করা হোক বা তার পুরনো বক্তব্যের বিপরীতে বর্তমান অবস্থান তুলে ধরা এটি আমাদের উদ্দেশ্য অনুযায়ী সমালোচনা হলেও, তা তার বক্তব্য, কর্মসূচি বা জনসভা আরও মানুষের নজরে নিয়ে আসে। যার ফলাফল আমাদের জন্য বিপরীত হতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে “নেগেটিভ প্রচার” অনেক সময় “পজিটিভ রিচ” তৈরি করে দেয়, বিশেষত সেই ব্যক্তির জন্য যার নাম বারবার উঠে আসে।

আমাদের অবস্থান ও আদর্শ পরিষ্কার আমরা জাতীয়তাবাদী কে ধারণ করি, অন্যের পথকে উপহাস বা অতিমাত্রায় গুরুত্ব দেওয়া মানেই তাদের অপ্রত্যাশিত প্রচার করে ফেলা, যা তাদের পক্ষেই যেতে পারে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের প্রচার, দলের প্রচার এবং বর্তমানে জেলা বিএনপির প্রচার অতি গুরুত্বপূর্ণ।

রাজনীতির ময়দানে সঠিক কৌশল অবলম্বন করাটা শুধু বুদ্ধিমত্তা নয়, প্রয়োজনীয়তা। তাই আসুন, আমরা সচেতনভাবে সমস্ত প্রচার এবং পোস্টের বিষয়ে ভাবি, আবেগ নয়, কৌশল দিয়ে পরিচালিত হই।

আমরা আমাদের কাজ করে যাই, তারা তাদের মতো চলুক। ইতিহাস সময়মতো বিচার করবে। ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন।

 

কলাপাড়া উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুন এই বিষয় সাংবাদিকদেরকে তাদের মত প্রকাশ করেন।

নিউজ ডেস্ক, সেন্ট্রাল বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *