কলাপাড়ায় ভিন্ন আয়োজনে সিডর দিবস পালিত

Share On

কলাপাড়ায় ভিন্ন আয়োজনে সিডর দিবস পালিত, কলাপাড়ায় সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সিডর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া হেলিপোর্ট মাঠে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।
‘আমরা কলাপাড়াবাসী’ উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও প্রজেক্টরের মাধ্যমে জলবায়ু বিষয়ক ভিজুয়াল সর্তকতা বাচ্চাদের জন্য কার্টুনের মাধ্যমে সচেতনতার জন্য প্রদর্শন করা হয়।

আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক বন কর্মকর্তা দেবদাশ মুখার্জি, কলাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও গণমাধ্যম কর্মী নেসার উদ্দিন টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শরিফুল হক শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দীপ্ত টেলিভিশন জেলা প্রতিনিধি ফরাজি মো: ইমরান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা সিডরে কলাপাড়ায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের এই দিনে সরকারিভাবে বিশেষ সহায়তা প্রদানের দাবি জানান। এছাড়া বিধ্বস্ত সকল বেড়িবাঁধ মেরামতের দাবি করেন।

রাসেল মোল্লা কলাপাড়া, সেন্ট্রাল বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *