কলাপাড়ায় ভিন্ন আয়োজনে সিডর দিবস পালিত, কলাপাড়ায় সুপার সাইক্লোন সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সিডর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া হেলিপোর্ট মাঠে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।
‘আমরা কলাপাড়াবাসী’ উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও প্রজেক্টরের মাধ্যমে জলবায়ু বিষয়ক ভিজুয়াল সর্তকতা বাচ্চাদের জন্য কার্টুনের মাধ্যমে সচেতনতার জন্য প্রদর্শন করা হয়।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক বন কর্মকর্তা দেবদাশ মুখার্জি, কলাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও গণমাধ্যম কর্মী নেসার উদ্দিন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শরিফুল হক শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দীপ্ত টেলিভিশন জেলা প্রতিনিধি ফরাজি মো: ইমরান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা সিডরে কলাপাড়ায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের এই দিনে সরকারিভাবে বিশেষ সহায়তা প্রদানের দাবি জানান। এছাড়া বিধ্বস্ত সকল বেড়িবাঁধ মেরামতের দাবি করেন।