শত কেজি আম রুপালি বিতরণ ‌জনগণের হৃদয়ে স্থান করে নিলেন এবিএম মোশাররফ হোসেন

Share On
কলাপাড়ায় পৌরসভায় শত কেজি আম রুপালি বিতরণ: ‌জনগণের হৃদয়ে স্থান করে নিলেন এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া (পটুয়াখালী-৪), জিয়াউর রহমানের আদর্শে গড়া জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবারও প্রমাণ করল মানুষের পাশে থাকাই তাদের অঙ্গীকার। এবারে ঈদের পরের মৌসুমে কলাপাড়া পৌরসভায় এক অভিনব ও মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তার নির্দেশনায় শত শত কেজি মৌসুমি আম রুপালি বিতরণ করা হয়েছে অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে। কলাপাড়া পৌরসভার ফেরিঘাট, বাজার, বাস্টান, এতিম খানা, বাদূর তলি এবং পার্টি অফিস এই স্থানে বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বজ্রঝড় আর টানা বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব এবং কলাপাড়া উপজেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের নেতৃত্বে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। আম রুপালি সংগ্রহ করে পৌর এলাকার সেইসব মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, যারা অর্থের অভাবে এবছর আম কিনতে পারেননি।
এই মহতী উদ্যোগ সম্পর্কে এবিএম মোশাররফ হোসেন বলেন, “বৃষ্টিতে যারা জীবিকার তাগিদে রাস্তায় বের হন, তারাই প্রকৃত অসহায়। তাদের হাতে আমরা মৌসুমি ফল তুলে দিতে চেয়েছি আমরা চেয়েছি তাদের মুখে হাসি ফোটাতে।”
পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব এই কর্মসূচির সার্বিক তদারকি করেন এবং শতভাগ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কলাপাড়ার সাধারণ জনগণ এমন মানবিক কর্মসূচিকে হৃদয় থেকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, “আজকের এই কঠিন সময়ে গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর সাহস ও উদ্যোগ একমাত্র এবিএম মোশাররফ হোসেনের পক্ষেই সম্ভব। তিনি জনগণের সত্যিকারের প্রতিনিধি।”
কলাপাড়া উপজেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের অর্থায়নে কর্মসূচি সম্পূর্ণ করা হয়, তিনি এর আগেও গাজী মমতাজ এন্ড দুলাল’স্ ফাউন্ডেশন এর মাধ্যমে ২০১৮ সাল থেকে এই পর্যন্ত ৬১টি প্রকল্প সম্পূর্ণ করেছেন এবং তার ফাউন্ডেশন এর মাধ্যমে মানবতা, দারিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য এবং জ্ঞান নিয়ে কাজ করেন।
বিএনপি সব সময়ই প্রমাণ করেছে, তারা কেবল রাজনৈতিক দল নয় এটি একটি আদর্শ, একটি চেতনা, একটি মানবিক শক্তি। জনগণের দুঃসময়ে পাশে থাকার মতো সাহসী ভূমিকা অতীতেও রেখেছে, ভবিষ্যৎতে থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *