শায়খ আহমদুল্লাহ কাছে প্রশ্নর শিষ্যের তালিকা সর্বমোট 87 টা প্রশ্ন

Share On

শায়খ আহমদুল্লাহ কাছে প্রশ্নর শিষ্যের তালিকা, সর্বমোট 87 টা প্রশ্ন করা হয়েছে, তাহার ভিতরে দশটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরা হলো ইহা বর্তমানে শীর্ষে অবস্থান করিতেছে। এখন আর কোন প্রশ্ন করার সুযোগ নাই।

 

১. ব্যাংক থেকে সুদে টাকা ব্যবসা, মদের লাইসেন্স নিজের নামে, মদ বিক্রি করা & এই ইনকামের মাধ্যমে বেঁচে থাকা পরিনিতি কি & এই পরিনিতির সাথে কি আমার সন্তানরা যুক্ত থাকবে।

২. আমি & আমার সন্তান হাজী & নামাজি কিন্তু আমার স্বামী গাজা & মদে আসক্ত, গীবত & হিংসা করে, প্রতিদিন আসক্ত হয়ে শয়তান রূপে আমাদের ঘরে প্রবেশ করে বাঁচার উপায় কি?

৩. ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক সব সময় পার্টি করে & জিনা করে & আমাদের ন্যায্য বেতন দেয় না, বর্তমানের রাজনীতির সাথে জড়িত উনার কাছ থেকে ইসলামিক সমাজ কি পেতে পারে।

৪. মুরগির মাংস যা ইলেকট্রিক শক দিযে বেহুশ করে মেশিনে জবেহ করা হয় যেখানে একজন বিসমিল্লাহ আল্লাহুআকবর বলে,এটাকি হালাল হবে? ইলেক: শকে ত মুরগী মারা যাওয়ার চান্স থাকে।

৫. আমার ছেলের কবর সুইডেনে,কমিউন জায়গা ২২ বছরের জন্য লিজ দিয়েছে,আমি বা বংশধর মেয়াদ বাড়াতে পারবে। পরে ৩জনের অধিক কেউ একই জায়গা কবরের জন্য নিলে এখানে কবর দেয়া জায়েজ?

৬. অফিস থেকে গাড়ী লিজ নিলে বেতন থেকে টাকা কেটে নেয়।তারা সুদে গাড়ী কিনে আমাকে ভাড়া দিচ্ছে যদিও মালিকানা কোম্পানির কিন্তু কেনা হচ্ছে আমার জন্য, লিজ নেয়া হারাম হবে?

৭. ছোট্ট বাচ্চারা অনেক পশুপাখি জাতীয় খেলার পুতুল দিয়ে খেলে। এই খেলনাগুলো যদি আমরা আলমারিতে রেখে দেই চোখে না দেখা যায় তাহলে ওই ঘরে কি নামাজ & রহমত এর ফেরেশতা ঢুকবে?

৮. কিছু ব্যংক বাড়ি/গাড়ি কেনার জন্য ১০বছরের লোন দেয়।তারা ফিংক্সইনারেস্ট ধরে ১০বছরের ইনটারেস্ট+মূল টাকাকে সমান ভাগে ভাগ করে মাসিক পরিশোধ করতে বলে,এটা কি হালাল ?

৯. দাড়ি ছোট করা, সমান করা বা সুন্দর শেপ দেওয়ার বিষয়ে আমি কোনো হাদিস পাইনি (জানামতে সকল নবীরই দাড়ি ছিল)। আপনি কি এ বিষয়ে কিছু বলবেন?

১০. বাইরে গেলে স্ত্রী মেকআপ, হিজাব পরে মুখ খুলে মানুষকে দেখায়, বললে বলে আমি তোমার জন্য সাজেছি কিন্তু আমার অপছন্দ (কারণ জীনা), ঝগড়া হয়, আমি তাকে কী করতে পারি?

শায়খের কাছে আপনার প্রশ্নগুলো পড়তে চাইলে নিচের লিংকে পড়তে পারবেন।

নিউজ ডেস্ক, সেন্ট্রাল বাংলা

6 thoughts on “শায়খ আহমদুল্লাহ কাছে প্রশ্নর শিষ্যের তালিকা সর্বমোট 87 টা প্রশ্ন

  1. তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষ আমার প্রশ্নর টপ তিন নাম্বারে ছিল ওখান থেকে বাতিল করা হয়েছে।

    1. ভাই আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন সরকারের কাছে

  2. শায়খ আহমদুল্লাহ কাছে প্রশ্নর কেন ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *