গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন এর উদ্যেগে ইমামদের ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন। গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন এর উদ্যেগে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন এর সকল মসজিদের ইমাম ও নিয়মিত মুসুল্লিদের প্রতি মাসে ফ্রী চিকিৎসা উদ্যোগ নিয়েছিলো গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন।
তারই ধারাবাহিকতায় ৩০ শে নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ৮:৩০ মিনিট থেকে ধানখলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান গাজী আশরাফ উদ্দিন এর বাড়িতে উক্ত চিকিৎসা ক্যাম্পেইন হয়। সেখানে ধানখালী ইউনিয়ন ২০ জনকে চিকিৎসা দেয়া বিনামূল্যে যাদের মধ্যে ইমাম ১৭ জন বাকি ৩ জন আশরাফিয়া জামে মসজিদ এর নিয়মিত মুসুল্লি।
এই পরীক্ষার রিপোর্ট ইংল্যান্ডের অভিজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবে। এছাড়াও, বছরে একবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইংল্যান্ডের চিকিৎসকের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।
গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন এর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ইমামসহ সবাই অত্যন্ত প্রশংসা করেন এই উদ্যেগ এর ব্যাপারে।
সামনের দিনগুলোতে সকল স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক এবং অসহায় দরিদ্র মানুষের জন্য এই চিকিৎসা দেওয়া হবে এমনটাই বলেছেন গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন এর চেয়ারম্যান গাজী সাইফুল ইসলাম মিথুন। তিনি আরো বলেন নিজের ইউনিয়নের পরে কলাপাড়া পৌরসভার সকল মসজিদের ইমামদেরকে চিকিৎসার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা যাদেরকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করে দিয়েছি তারা হইল সমাজ গড়ার কারিগর তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে।