কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ, পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এবং সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ও অ্যাডভোকেট মেহেদি হাসান রুবেল।
এদিকে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সহকারী সরকারী কৌশুলদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। উপকূলীয় কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী সাধারন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।